
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চলন্ত লিফটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রৌঢ়ের বিরুদ্ধে। প্রতিবাদে অভিযুক্তের বাড়িতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। এরপরেই পুলিশ অভিযুক্ত প্রৌঢ়কে থানায় তলব করে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধেবেলা পানিহাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে চতুর্থ শ্রেণির ওই ছাত্রী গৃহশিক্ষিকার কাছে পড়তে এসেছিল। চারতলা ওই আবাসনের দ্বিতীয় তলে এক শিক্ষিকার কাছে সে প্রাইভেট টিউশন পড়ে। ওই আবাসনের চতুর্থ তলায় এক প্রৌঢ় তাঁর স্ত্রীকে নিয়ে থাকেন। অভিযোগ, ওই বালিকা যখন লিফটে উঠেছিল, প্রৌঢ় লিফটে দোতলার পরিবর্তে তিনতলার সুইচ টিপে দেন।
এরপর তিনি ওই বালিকাকে চারতলা পর্যন্ত নিয়ে যান। আবাসনের বিভিন্ন তলায় ঘুরিয়ে ওই বালিকাকে তিনি দীর্ঘক্ষণ লিফটে আটকে রাখেন। অভিযোগ, লিফটে থাকাকালে ওই প্রৌঢ় বালিকার শ্লীলতাহানি করেন। বাড়ি ফিরে ওই বালিকা অভিভাবকদের কাছে প্রৌঢ়ের 'কীর্তি'র কথা বলে দেয়। পরিবারের লোকেরা রাতেই খড়দা থানায় প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে আসে। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, গ্রেপ্তার না করে ওই প্রৌঢ়কে মৌখিক সতর্ক করে পুলিশ তখনকার মত ছেড়ে দেয়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই আবাসনের সামনে জড়ো হন। প্রৌঢ়ের ফ্ল্যাটের সামনে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। নির্যাতিতা বালিকার মা বলেন, 'ফাঁকা লিফটে আমার মেয়েকে ওই প্রৌঢ় শ্লীলতাহানি করেছে। থানায় আমরা ওই প্রৌঢ়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।'
আবাসনের বাসিন্দা প্রবীর রায় বলেন, 'ওই প্রৌঢ়ের বিরুদ্ধে আগেও মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ রয়েছে। বাইরে থেকে আবাসনে কাজ করতে আসা পরিচারিকাদের সঙ্গেও তিনি অশালীন আচরণ করেন। আগেও আমরা তাঁকে সতর্ক করেছি। কিন্তু তিনি নিজেকে শুধরে নেননি।' অভিযুক্ত প্রৌঢ় বলেন, 'আমি ওই বালিকার সঙ্গে খারাপ কিছু করিনি। বাচ্চা মেয়েটির গাল টিপে কেবল আদর করেছিলাম। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।' বিষয়টি নিয়ে বাসিন্দারা আন্দোলন শুরু করেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত প্রৌঢ়কে পুলিশ থানায় তলব করে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও